করোনাভাইরাস প্রাদুর্ভাবে সিলেট সদর দক্ষিন সুরমা অ্যাসোসিয়েশন অফ মিশিগান এর আওতাধীন এলাকায় মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সকলের প্রতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন করণীয় বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে আপদকালীন সময় যদি কারো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহ কোন সমস্যা থাকে তাহলে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদের যেকোন জনের সাথে যোগাযোগ করলে অ্যাসোসিয়েশন সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ফেডারেল এবং মিশিগান স্টেট কর্তৃক বর্তমান আপদকালীন সময়ের জন্য যে সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে তা বুঝতে কিংবা কোনো সহযোগিতা লাগলে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বা কাউন্সিলর জনাব নাঈম চৌধুরীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ফেডারেল ও মিশিগান স্টেট কর্তৃক বর্তমান সময়ের জন্য দেয়া সকল নিয়ম কানুন মেনে চলার অনুরোধ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।
আপদকালীন সময়ে যেকোনো সহযোগিতার জন্য নিম্নোক্ত নাম্বার সমূহে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ সমজীদ আলম-৫৮৬-৭৩৪-৪৫৪৪
মোহাম্মদ লিলু মিয়া-৪০৪-৩২০-০০৮৪
মোঃ লিয়াকত আলী-৩১৩-৬৫৬-৮২৬৫
নাজমুল হক ফলিক-৩১৩-৫০৬-৪৬৭২
নাঈম চৌধুরি-৫৮৬-৮৭৩-৮৬০২
নিজামুদ্দিন -৩১৩-৭৭৫-৯২০৭
মোঃ বদরুল ইসলাম-৬৪৬-৯৪৪-৬০৪৮
খালেদ আহমেদ রাহিন-৩১৩-৭৭৫-৮৭৪৯
মোঃ আব্দুল কাইয়ুম-৩৪৭-৪৯৩-৭৯৪৭