মিশিগানে জরুরি অবস্থা ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে একটি আইন পাশ করা হয়েছে।
সংক্ষিপ্ত অধিবেশন ও ভোটগ্রহণ শেষে জেন স্টামাস, আর-মিডল্যান্ড এবং সিনেট অ্যাপ্রপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান, সেন জিম স্টামাস বলেন যে আরোও ২৩ দিনের জরুরি অবস্থা বৃদ্ধি করা যুক্তিসংগত ছিল।
সিনেটে আগামী ১৬ জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখার বিল উত্থাপন করা হয় কিন্তু ভয়েস ভোটে তা বাতিল হয়ে যায়। ৩০ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা বৃদ্ধির বিল সবার ঐক্যমত্যের সিলেটে পাস হয়।