ইতিহাস শুরু হয়েছিল আপনাদের হাত ধরেই : মাশরাফি


আইসিসি ট্রফি জয়ের ২৩ বছর পূর্ণ হলো আজ। দেশের ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিলো সেই ঐতিহাসিক অর্জন। ঐ অর্জনের জন্যই আজ পৃথিবীর বুকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লিখিত। ১৯৮২ ও ১৯৯০ সালে দু’বার সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ।

১৯৯৭ সালে শেষ পর্যন্ত ফাইনালে উঠেছিল আকরাম খানের নেতৃত্বাধীন দলটি। আর রোমাঞ্চকর ফাইনালে কেনিয়াকে ২ উইকেটে হারিয়ে শিরোপাও জিতেছিল বাংলাদেশ। তাই আজ বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। বাদ পড়েননি বাংলাদেশের ক্রিকেটে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২৩ বছর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালুমপুরের কিলাত ক্লাব মাঠে জয়ের পর ট্রফি হাতে নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাসের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘হাজার মাইলের যাত্রা শুরু হয় একক কোন পদক্ষেপ নিয়ে’- কি বড় একটা পদক্ষেপ ছিল এটা! ১৩ এপ্রিল ১৯৯৭।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *