গুগল ডুডলে ভালোবাসা পরিবহনকর্মীদের


সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এই মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন জরুরি সেবায় নিয়জিত পরিবহনকর্মীরা। দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থাকে পরিবহনসেবা দিয়ে যাচ্ছেন তারা। আর তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডুডল সিরিজ প্রকাশ করেছে গুগল। একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল ডুডলে হার্ট ইমোজি দিয়ে।

করোনা আতঙ্কে বিশ্বের বেশিরভাগ শহরই এখন অবরুদ্ধ। বন্ধ রয়েছে বেশিরভাগ অফিস। বাসা থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কেউ কেউ। আবার অনেকেই আছেন ছুটিতে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নিজের মতো চেষ্টা চালাচ্ছেন সবাই। সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি কাজ করছেন অন্যান্য জরুরি সেবার কর্মীরাও। তাদের মধ্যে অন্যতম হলেন পরিবহনকর্মীরা।

রোগীদের প্রয়োজনে বা দেশের যে কোনো প্রয়োজনে জরুরি পরিবহন খাতে নিয়জিত কর্মীরা গাড়ি নিয়ে ছুটছেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে। চোখের ঘুম ঝেড়ে ফেলে দিয়ে রাতের পর দিন পরিবহন সেবা দিয়ে চলেছেন। তাই তাদের ধন্যবাদ জানালো গুগল। বিশেষ ডুডলে হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছে তাদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *