করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি


করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে প্রতিদিনই চলছে মৃত্যুমিছিল। এরপরেও প্রাণঘাতী করোনার ভয়ানক পরিস্থিতি দেখা এখনো বাকি আছে বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. ট্রেডোস আধানাম।

ট্রেডোস বলছেন, বিশ্বাস করুন, ভয়ানক পরিস্থিতি এখনও আমাদের দেখা বাকি। আসুন, একসঙ্গে মিলে আমরা এই ট্র্যাজেডি প্রতিরোধ করি। এটি এমন একটি ভাইরাস যা এখনও অনেকে বুঝে উঠতেই পারেনি।  এশিয়া ও ইউরোপের কিছু দেশ লকডাউন শিথিল করছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমার দিকে উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

করোনা ভাইরাসের ভয়াবহতা বোঝাতে স্প্যানিশ ফ্লুয়ের কথাও ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, ১৯১৮ সালের এই ফ্লুয়ে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। করোনাও  কম ভয়বাহ নয়। তবে বর্তমানে মানুষ অনেক উন্নত। বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা রয়েছে মানুষের। কিন্তু তা সত্ত্বেও এখনও মানুষ করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরিস্থিতি আরও খারাপ হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের বিরুদ্ধে এই পরিস্থিতিতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলার আবেদন জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *