কিমের অসুস্থতা ভুয়া খবর, বললেন ট্রাম্প


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অসুস্থ বলে সংবাদমাধ্যমে যেসব খবর এসেছে তা সত্য নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অসত্য খবর প্রকাশ করায় সিএনএন’র কড়া সমালোচনাও করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের হার্টে অস্ত্রোপচার করিয়েছেন বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন সহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এসব খবরে দাবি করা হয়, অস্ত্রোপচারের পর থেকে অবস্থা ভালো নয় কিমের, মৃত্যু ভয়ে আছেন তিনি। এ নিয়ে অবশ্য উত্তর কোরিয়ার কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

এসব সংবাদ অসত্য দাবি করে নিজের সমালোচনাকারী সংবাদমাধ্যম সিএনএন’র একহাত নিলেন ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে সবশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হলে তাতে ওঠে আসে উত্তর কোরিয়ার নেতা কিমের অসুস্থতার খবর প্রসঙ্গেও।

এ ব্যাপারে ট্রাম্প বলেন “আমি মনে করি, খবরটি অসত্য ছিল। খারাপ শোনালেও আমি এটাই বলছি। শুনেছি, তারা (সিএনএন) পুরোনো ডকুমেন্ট ব্যবহার করেছে।”

কিমের ব্যাপারে উত্তর কোরিয়া থেকে সরাসরি কোনও খবর আছে কি-না এ নিয়ে অবশ্য কিছু বলেননি ট্রাম্প। বরং সরাসরি আক্রমণ করে বসেন সিএনএনকে- “আমি মনে করি, এটা সিএনএন’র করা ভুয়া খবর।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *