মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) এর উদ্যোগে গত ২১ এপ্রিল রোজ মঙ্গলবার হ্যামট্রামিক,ডেট্রয়েট, ওয়ারেন, শেলবি টাউনশিপ এবং লানসিং শহরে মোট ৮৬ টি পরিবারের (৪০০ জনের অধিক) মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা দেওয়া পরিবারগুলি অধিকাংশ নতুন অভিবাসী এবং শরণার্থী। তাদের মধ্যে অনেকে আছেন চাকরি ছাড়া এমনকি গাড়ি বা কোন স্বাস্থ্য বীমাও নেই। তারা সরকারি সহযোগিতা যেমন বেকারত্ব ভাতা এবং ফুড স্ট্যাম্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শারীরিকভাবে অচল। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিপদে পড়ে যাওয়া এসব পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পাশে এসে দাঁড়ায় মিশিগান আমেরিকান ডেমোক্রেটিক ককাস।
পাশাপাশি বেশ কয়েকটি বাংলাদেশী আমেরিকান, আফ্রিকান আমেরিকান, হোয়াইট আমেরিকান, রোহিঙ্গা এবং সিরিয়ান পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারের মাঝে ৫০ পাউন্ড চাল, ২৫ পাউন্ড ময়দা, ১ জার রান্না তেল, মসুর ডাল টাইপ ১, ৮ পাউন্ড, মসুর ডাল টাইপ -২, ৮ পাউন্ড, ১০ পাউন্ড পেঁয়াজ, নিডো মিল্ক পাউডার, চিনি , লবণ, বেসন, খেজুর ১ ব্যাগ করে বিতরণ করা হয়। এছাড়া রান্নার বিভিন্ন উপকরণ ও ফেস মাস্ক দেওয়া হয়। আলামিন গ্রোসারি এবং জমির গ্রোসারি থেকে সংগ্রহ করা খাদ্য সামগ্রী গুলো এম আই -বিএডিসি নেতাদের তত্ত্বাবধানে পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।
ফুড বাস্কেট ডিস্ট্রিবিউশনের সার্বিক দায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন ও বিএডিসির বর্তমান প্রেসিডেন্ট মুহিত মাহমুদ। সার্বিক সহযোগীতায় ছিলেন বিএডিসির সেক্রেটারী জিয়া হক, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান রেজাউল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাউসার দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট আজিজ চৌধুরী, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী ও হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সেক্রেটারী ফর স্মল বিজনেস এফেয়ার্স আবুল আজাদ, সেক্রেটারী ফর ইয়ুথ এফেয়ার্স জিয়াউদ্দিন জয়, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী মঞ্জুরুল করিম তুহিন, কমিউনিটি নেতা কামরুজ্জামান সহ প্রমুখ।
এছাড়া ফান্ড রেইজিং কমিটির দায়িত্বে ছিলেন ড. নাজমুল হাসান (শাহীন), ড. মো: আজিম, রিপা হক, ড. জাকিরুল হক, আরিফ মাহমুদ, মুহিত মাহমুদ, সাদেক সুমন, সোলায়মান বাহার, মনির জামান, আহম্মেদ খান জামি, সালমা সাইফ প্রমুখ।
উল্লেখ্য এমআই-বিএডিসি গত ২২ শে এপ্রিল বুধবার বাসমাহ এবং এমএমএসির অর্থ সহায়তায় ৩৫ পরিবারের মাঝে খাবারের ব্যাগ বিতরণ করে।