করোনাকে হার মানাল ‘মিরাকল বেবি’


করোনায় আক্রান্ত হয়ে টানা দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে উছে যুক্তরাজ্যে ছয় মাস বয়সী শিশু।করোনাকে পরাজিত করায় তাকে ‘মিরাকল বেবি’ বা ‘অলৌকিক শিশু’ বলা হচ্ছে।

সংক্রমণ থেকে সেরে ওঠা শিশুটির নাম এরিন বেটস। চলতি এপ্রিল মাসে তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে তার ওপেন হার্ট সার্জারি হয়। জন্মের মাত্র দুই মাসের মাথায় শিশুটির এই অস্ত্রোপচার হয়।

করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর শিশুটিকে লিভারপুলের অলডার হেই চিলড্রেনস হসপিটালে নেওয়া হয়।

শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার নানা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার পরিবার।

তবে শিশুটি শেষ পর্যন্ত করোনার সঙ্গে যুদ্ধে জয়ী হয়। সেরে ওঠে করোনা থেকে। এর পর গত রোববার শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

শিশুটিকে যখন হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে বের করা হয়, তখন হাসপাতালের কর্মীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়।

এই আবেগঘন দৃশ্য ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তারা লিখেছে, পরীক্ষায় আজ নেগেটিভে এসেছে। ছোট্ট এরিন কোভিড-১৯ রোগকে হারিয়ে দিয়েছে। আইসোলেশন থেকে তাকে বের করে আনা হলে চিকিৎসা দল শিশুটিকে গার্ড অব অনার দেয়।

ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *