করোনা চিকিৎসায় চিকিৎসকদের সাহায্য করবে রোবট


করোনা রোগীদের চিকিৎসা করাতে যেয়ে সারা বিশ্বেই নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। অনেকে ইতিমধ্যে মারাও গেছেন। করোনা যুদ্ধে সেই সামনের সারির যোদ্ধাদের সাহায্যার্থে এবার আসতে চলেছে যন্ত্রমানব বা রোবট।

যুক্তরাষ্ট্রের বস্টনের একটা রোবট প্রস্তুতকারী সংস্থা বস্টন ডায়ানামিক্স সম্প্রতি ঘোষণা করেছে, তাদের তৈরি স্পট রোবট এবার করোনা চিকিৎসার সময় সাহায্য করতে পারবে চিকিৎসক এবং নার্সদের। এর ফলে কম চিকিৎসক এবং নার্স নিয়ে কাজ করা সম্ভব হবে হাসপাতালে এবং সংক্রমণের হারও কমবে।

ইতোমধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিঘ্যাম অ্যান্ড উইমেন্স হাসপাতালে গত এক সপ্তাহ ধরে এই স্পট রোবট কোভিড-১৯ রোগীদের চিকিৎসার্থে ব্যবহৃত হচ্ছে। ভালো ফলও পাওয়া যাচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আপাতত স্পট রোবট করোনায় আক্রান্ত সন্দেহে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করছে। ঠিক মতো কাজ দিলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও তাদের প্রস্তুত করা হবে। এবং বিভিন্ন হাসপাতালের জন্য আরও বেশি সংখ্যায় বাজারে ছাড়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *