কোভিড-১৯‌ প্রভাব: নির্বাহী আদেশ বাড়ানোই মিশিগান রেস্তোরাঁ শিল্পে উদ্বেগ


গভর্নর গ্রেচেন হুইটমার মিশিগানে কিছু ব্যবসা বন্ধ রেখে চলতি মাসের শেষ অবধি পর্যন্ত কার্যনির্বাহী আদেশ বাড়িয়েছেন। বন্ধ রাখা এসব ব্যবসা গুলোর মধ্যে আছে পাবলিক একোমোডেশন যেমন বার এবং রেস্তোরাঁ শিল্প। এই উদ্যোগের ফলে মিশিগানের রেস্তোরাঁ মালিকরা যথেষ্ট উদ্বিগ্ন যেহেতু কেবলমাত্র টেকআউট টেকসই পন্থা হিসেবে বিবেচ্য নয়।

রেস্তোরাঁগুলিশুধুমাত্র টেকআউট এর জন্য চালু থাকলেও শাটডাউনের কারণে আর্থিক এবং ব্যবসায়িক উভয় দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তাদের আগামী ২৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

১৫ মে পর্যন্ত স্টে হোম অর্ডার কার্যকর থাকা সত্ত্বেও গভর্নর ২৮ মে পর্যন্ত কিছু ব্যবসা পুনরায় চালুর ক্ষেত্রে তারিখ পিছিয়ে দেন। ব্যবসা গুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট,বার, বিনোদনের স্থান গুলো, ইনডোর এবং আউটডোর মুভি থিয়েটার, ক্যাসিনো, জিম, লাইব্রেরী এবং জাদুঘর।

অনেক বিশেষজ্ঞ বলছেন যে রেস্তোরাঁগুলোয় যদি ব্যাপকভাবে ধ্বস নামে তবে রাজ্য অর্থনীতিতে তা স্থায়ীভাবে প্রভাব ফেলবে। যদিও অনেক রেস্টুরেন্ট শুধুমাত্র “ক্যারি আউট”এর ওপর বেঁচে আছে, তবুও মিশিগান রেস্টুরেন্ট এবং লজিং অ্যাসোসিয়েশন এর মতে রেস্তোরাঁ শিল্পে ৫৫% ইতোমধ্যে বন্ধ। 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *