ডেস্ক রিপোর্ট :: রাজধানীর কাফরুলের মিরপুর ১৪ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর চকবাজারে চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর বাংলা নববর্ষে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।