স্টাফ রিপোটার :: নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে এবং দিনব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে কমলগঞ্জে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করা হয়।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শুভাযাত্রাটি কমলগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশনসহ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বৈশাখী মেলা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।