সুজানগর গার্লস একাডেমি প্রতিষ্টার লক্ষ্য সুজানগর ইউনিয়নের সকল প্রবাসীদের নিয়ে সুজানগর প্রবাসী কল্যান পরিষদ নামে সংগঠনের আত্মপ্রকাশ লাভ করেছে।
দীর্ঘ কয়েক বছর থেকে চলে আসা সকল জল্পনা কল্পনার অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে লন্ডন থেকে পরিচালিত সুজানগর অনলাইনের মাধ্যমে তিনজন স্বপ্নবাজ ফেইসবুক লাইভের মাধ্যমে জনমত লাভের লক্ষ্য প্রথমে কাজ শুরু করেন ৷তাদের এই লাইভের মাধ্যমে সুজানগর ইউনিয়নের দেশে এবং প্রবাসের সকল স্তরের মানুষের মনের মাঝে আনন্দের সহিত নাড়া দিয়ে উঠে ৷একে একে লন্ডন আমেরিকা দুবাই কাতার সৌদিআরব কুয়েতের প্রবাসীদের পাশাপাশি বর্তমান চেয়ারম্যান থেকে শুরু করে সাবেক চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন জনগন তাদের মতামত প্রকাশে এগিয়ে আসেন ৷
সুজানগর ইউনিয়নের এই প্রথম বারের মত কোন একটা কাজে এত সংখ্যক মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন তা আগে কখনো দেখা যায় নাই ৷সুজানগর ইউনিয়নে একটি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্টার প্রথম ধাপ অতিক্রমের পাশাপাশি অতি শ্রীঘ্রই সুজানগর গার্লস একাডেমির জমি সহ অন্যান্য বিষয় নিয়ে সুজানগর অনলাইন সব সময় যে আপডেইড দিয়ে আসছে তা অব্যাহত থাকবে ৷এখানে একটা কথা উল্লেখ্য এই তিনজন স্বপ্নবাজ লন্ডন প্রবাসী সারওয়ার আলম,আজিম উদ্দিন এবং কুয়েত প্রবাসী লিয়াকত হাসান শুরুতেই বলে আসছিলেন স্কুলটি কোথায় হচ্ছে কে দিচ্ছেন কারা জমিন দিচ্ছেন সেটা তাদের বিচেচ্ছ বিষয় নয় তারা চায় সুজানগরে মেয়েদের জন্য উন্নত মান সম্পন্ন একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্টা হউক ৷
স্কুলের জায়গা এটা যেহেতু সুজানগর নাম দিয়ে প্রতীষ্টিত হবে সেহেতু সুজানগরের মানুষের পছন্দেই জিয়গা নির্ধারন হবে যেখানে সকলের মংগল নিহিত থাকে ৷
এই তিনজন আলাপ চারিতায় বললেন ইনশাআল্লাহ্ প্রাথমিক মতামতে যেমন করে সবাই এগিয়ে এসছেন ঠিক তদ্রুপ স্কুল প্রতিষ্টা না হওয়া পর্যন্ত দেশে ও বিদেশে সবাই এক হয়ে কাজ করবেন সুজানগরের স্বার্থে ৷