বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন অব মিশিগান (বি সি এ এম আই) এর উদ্যোগে গত ১৪ মে বৃহস্পতিবার বাংলাদেশে অসহায়-কর্মহীন এবং দরিদ্র পীড়িত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিল সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন।
করোনাভাইরাস মহামারীতে সমগ্র বাংলাদেশে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বিপাকে পড়ে যাওয়া এসব নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে বি সি এ এম আই।
এই উদ্যোগকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন অব মিশিগানের বোর্ড মেম্বার তায়েফুর রহমান, সাইদ আহমেদ , জীবান চৌধুরী , রুম্মান আহমেদ স্বাগত, হাসান খাঁন ও ইনজামাম চৌধুরীর ব্যবস্থাপনায় মিশিগানের বাংলাদেশী বংশোদ্ভূত ক্রিকেট খেলোয়াড়দের নিকট হতে জরুরী তহবিল সংগ্রহ করা হয়।
এক বিবৃতিতে বি সি এ এম আই সভাপতি জনাব তায়েফুর রহমান ত্রাণ বিতরণে সার্বিক তদারকি করার জন্য সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানান। এছাড়া তিনি এই মহৎ উদ্যোগে আর্থিকভাবে সহায়তাকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বাংলা সংবাদকে বলেন, “বাংলাদেশে অনেক ক্রিকেটার পরিবার আছেন যারা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। লকডাউন এর কারণে অসহায় জীবন যাপন করছেন। করোনাভাইরাস মহামারীতে আমরা তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
সংগঠনের সেক্রেটারি সাঈদ আহমেদ বাংলা সংবাদকে জানান, “সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সার্বিক সহযোগিতায় ৮৫ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং আরো কিছু মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়।”
উল্লেখ্য বর্তমানে সিলেট ক্রিকেট এসোসিয়েশন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিকেটার এনামুল হক জুনিয়র।