Helping Hand এর “ঈদ খুশি’২০” প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন।


এ বছরের ঈদ বিগত বছরের ঈদ থেকে ভিন্ন।অন্যান্য বছর, রমযানের শেষে বাড়তি আয়ের সুযোগ থাকলেও এ বছর করোনা ভাইরাসের জন্য সে সুযোগ নেই। ফলে, দৈনন্দিন খাবার চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলো।

আর এ কষ্ট লাঘব করতে Helping Hand নামক সামাজিক সংগঠন ‘ঈদ খুশি’২০’ নামক প্রজেক্টের পরিকল্পনা করে।এই প্রজেক্টের আওতায় গত ২৪/০৫/২০২০ তারিখে ৪০টি পরিবারকে ৭দিনের রশদ হস্তান্তর করা হয়।এই সামাজিক সংগঠন ২০১৭ সালের ১৭ই মে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন বিভিন্ন ধর্মীয় উৎসবে ও দুর্যোগ বেলায় বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করে আসছে।এরই ধারাবাহিকতায়, গত ১ই এপ্রিল,করোনা মহামারী প্রতিরোধে রিক্সা-চালকদের মধ্যে ১০০ বোতল হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করে ‘Helping Hand’।
যে কোনো পরিস্থিতেই অভাবী মানুষদের সাহায্য করাই এই সংগঠনের বর্তমান উদ্দেশ্য।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *