শনিবার বিকেলে শেলবি টাউনশিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে শত শত মানুষের উপস্থিতিতে গাড়ি, মোটরসাইকেল সজ্জিত রোড সমাবেশের আয়োজন করা হয়।সামনে আসছে আমেরিকার জাতীয় নির্বাচন। এই উপলক্ষে নিজ নিজ দলের প্রার্থীদের সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে।
চেস্টারফিল্ডের কেন লিকারি আয়োজিত এই সমাবেশে ট্রাম্পকে পুনরায় উপস্থাপন করার জন্য আয়োজন করা হয়। একই সাথে হুরন, লেপার, সেন্ট ক্লেয়ার এবং সানিলাক কাউন্টি নিয়ে গঠিত দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের হয়ে প্রার্থী হওয়া প্রার্থীদের ট্রাম্পের সমর্থকদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
লিকারি জানান, বিশাল এই সমাবেশ আনুমানিক ৫০০-৭০০ মানুষের উপস্থিতিতে ২৮৫ টি গাড়ি এবং ১৩১ টি বাইক এর সমন্বয়ে সম্পন্ন হয়। গত দু’মাসে ট্রাম্পের ছয়টি রোড সমাবেশে অংশ নেওয়া লিকারি মনে করেন যে এটি এযাবতকালের সবথেকে বড় সমাবেশ।
উল্লেখ্য ট্রাম্পের সমাবেশের কোনও পরিসংখ্যান পাওয়া না গেলেও, এর আগে রাষ্ট্রপতির হয়ে ঐতিহ্যবাহী সমাবেশগুলোতে হাজার হাজার মানুষ ভিড় করেছে। ট্রাম্পের সমাবেশে ব্যাপক জনসমাগম কর্মীদের উজ্জীবিত করবে বলে যোগ করেন মিশিগানের বাসিন্দা লিকারি।