ডেট্রয়েটে চলমান বিক্ষোভে শক্তি প্রয়োগের ঘটনায় এক পুলিশ অফিসার কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ডেট্রয়েটে পুলিশ বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পরে পুলিশ সংশ্লিষ্ট অন্তত ১১ টি ঘটনার তদন্ত চলছে।
পুলিশ এর আগে বিক্ষোভে বর্বরতার অভিযোগে একজন কর্মকর্তার “দায়িত্ব থেকে অপসারণ” স্ট্যাটাস প্রদান করে। ডেট্রয়েট পুলিশ সার্জেন্ট নিকোল কিরকউড শনিবার নিশ্চিত করেছেন যে পুলিশ প্রধান জেমস ক্রেগ একজন এমলাইভ সাংবাদিকের তদন্তের মধ্যে এই অফিসারকে ১০ জুন বরখাস্ত করেছেন।
এমএলভির খবরে বলা হয়, এমএলাইভের নিকোল হেস্টার, এএফপিতে কর্মরত শেঠ হেরাল্ড এবং গেটি ইমেজের ম্যাট হাঁচার-৩ ফটো সাংবাদিককে ৩০ শে মে বিক্ষোভের শেষ হবার পর মধ্যরাতে কেনেডি স্কয়ারের পুলিশ তাদের থামায়। সাংবাদিক পরিচয় দেবার পরেও পুলিশ তাদের দিকে রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া যায়।
তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সার্জেন্ট কিরকউড। তিনি বলেন, মোট ১২ টি ঘটনা ডেট্রয়েট পুলিশের তদন্ত কমিটি দ্বারা তদন্ত করা হচ্ছে। এদিকে, কমিশনার উইলি বার্টন জানিয়েছেন, বুধবার পর্যন্ত পুলিশের বিরুদ্ধে কমপক্ষে ১৩ টি অভিযোগ ডেট্রয়েট বোর্ডের পুলিশ কমিশনারদের অফিসে দায়ের করা হয়। তিনি জানান অর্ধেকের বেশি অভিযোগ বিক্ষোভে পুলিশের শক্তি প্রয়োগকে কেন্দ্র করে।