মিশিগানে ট্রাম্পকে বাধা দিবেন গ্রিচেন হুইটমার


মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিশিগানের জনসভা খুব গুরুত্ব সহকারে বাধা দেয়ার চেষ্টা করবেন। এসোসিয়েটেড প্রেসের সাথে আলাপকালে গভর্ণর একথা বলেন বলে জানা গেছে। এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গভর্ণর মহামারী চলাকলীন সময়ে ট্রাম্পকে মিশিগানে সমাবেশ করতে বাধা দেয়ার ব্যাপারে খুব গুরুত্বের সাথে ভাববেন।
প্রতিবেদনে বলা হয়েছে,  গত ২০ জুন অকলাহামায় ট্রাম্প একটি  প্রচার সমাবেশ করার আগে ডেমোক্রেটিক গভর্ণর হুইটমার এই মন্তব্য করেন। তিনি বলেন, কিভাবে এখানের সম্ভাব্য সমাবেশটি বাধা দেয়া হবে এ ব্যাপারে বিশেষভাবে অবগত নই। গত ৫ জুন ইস্যু করা হুইটমারের এক নির্বাহী আদেশে মিশিগানে ঘরের ভিতর ৫০ জন এবং ঘরের বাইরে ২৫০ জনের বেশী মানুষ সমাবেশ করতে পারবেন না। হুইটমার বলেন, মহামারীর মধ্যে মাস্ক ছাড়া জড়ো হওয়া ঠিক না।
গভর্ণরের একজন মুখপাত্র ইফনি ব্রাউন সোমবার ২২ জুন বলেন, হুইটমারের মন্তব্যে তার যোগ করার কিছুই নেই। সি.ডি,সির নির্দেশিকা অনুযায়ী মহামারী চলাকালিন সময়ে কোনও অনুষ্টান বা সমাবেশের আকার রাষ্ট্র, স্থানীয়, আঞ্চলিক বা উপজাতি সুরক্ষা আইন এবং বিধি বিধানের ভিত্তিতে নির্ধারণ করা উচিত। ১৯৮৮ সালের পর ২০১৬ সালে মিশিগানে প্রথম রিপালিকান প্রার্থী হিসেবে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ১০ হাজার ৭০৪ ভোটে পরাজিত করেছিলেন। উল্লেখ্য মিশিগান অঙ্গরাজ্য সব সময়ই ডেমোক্রেটদের শক্ত ঘাটি বলে পরিচিত।
রিপাবলিকানরা মিশিগানে তাদের জয় ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। এদিকে হুইটমার করোনাভাইরাস প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন। ট্রাম্পের মুখপাত্র ক্রিস গুস্তাফসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট পেন্স নিরাপদে মিশিগানে অনুষ্টান করার অপেক্ষায় আমরা রয়েছি।
উল্লেখ্য গত ১৮ জুন মিশিগানের গভর্ণর রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ ১৬ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *