বাধ্য হয়ে পদত্যাগ করলেন ইপসিল্যান্টি সিটির মেয়র বেথ বাশহার্ট


ছবি: ডেট্রয়েট ফ্রি প্রেস
মিশিগানের
ইপসিল্যান্টি সিটির মেয়র বেথ বাশহার্টকয়েকদিন আগে সিটি কাউন্সিলের এক সভায় বিতর্কিতবর্ণবাদী এক মন্তব্য করার পর তার পদ থেকে ২৩ জুনপদত্যাগ করেছেন।

তিনি বলেন, আমি পক্ষপাতদুষ্ট বিবৃতি দিয়েছি এবং সেইবক্তব্যের ভিত্তিতে ভোট দিয়েছি, তারপর আমি খৌঁজ খবরনিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় পুরো বিষয়টি আরো জটিলকরে তুলেছি, এসব ক্রিয়াকলাপ বর্ণবাদী ছিল। আমিগভীরভাবে লজ্জিত দু:খিত যে আমি এটি করেছি।

গত ২২ জুন রাতে ৫০ জনেরও বেশী জনতা মেয়রেরপদত্যাগের দাবী জানিয়ে বিক্ষোভ করে।  ২৩ জুন মেয়রবাশহার্ট এক বিবৃতি প্রকাশ করে তার পদত্যাগের ঘোষণাদেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *