ছবি: ডেপ্ট ডট অর্গ
মিশিগান অঙ্গরাজ্যের পূর্ব ল্যান্সিং এ বারে গিয়েকমপক্ষে ১৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। যেসব রোগীরাকরোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তারা গত ১২ জুনথেকে ২০ জুনের মধ্যে ‘হার্পার রেষ্টুরেন্ট‘ ও ‘ব্রিউ পাব‘ এ গিয়েছিলেন।
তাদের সবার বয়স ১৯ বছর থেকে ২৩ বছরের মধ্যে।কর্তৃপক্ষের মতে সংক্রমিত রোগীদের অর্ধেকই মিশিগানস্টেট ইউনিভার্সিটির সাথে সংশ্লষ্ট। স্বাস্থ্য বিভাগেরকর্মকর্তারা জানিয়েছেন এ সময়ের মধ্যে যারা এইবারগুলিতে গিয়েছেন তারা যেন করোনাভাইরাসসংক্রমণের লক্ষণগুলির জন্য নিজেদেরে পর্যবেক্ষণ করেন।
রাজ্যের ইনগহাম কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা লিন্ডা এস ভেইলবলেছেন, কার এ রোগ রয়েছে আপনি জানেন না তাইআপনি মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায়রাখুন।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট স্যামুয়েল এলস্ট্যানলি বলেছেন, শিক্ষার্থী, অনুষদ ও কর্মীদেরকরোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য সতর্ক থাকতেহবে।