মিশিগানে বারে গিয়ে ১৮ ব্যক্তি করোনায় সংক্রমিত


ছবি: ডেপ্ট ডট অর্গ

মিশিগান অঙ্গরাজ্যের  পূর্ব  ল্যান্সিং বারে গিয়েকমপক্ষে ১৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। যেসব রোগীরাকরোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তারা গত ১২ জুনথেকে ২০ জুনের মধ্যে  ‘হার্পার রেষ্টুরেন্টব্রিউ পাব  গিয়েছিলেন।

তাদের সবার বয়স ১৯ বছর থেকে ২৩ বছরের মধ্যে।কর্তৃপক্ষের মতে সংক্রমিত রোগীদের অর্ধেকই মিশিগানস্টেট ইউনিভার্সিটির সাথে সংশ্লষ্ট। স্বাস্থ্য বিভাগেরকর্মকর্তারা জানিয়েছেন সময়ের মধ্যে যারা এইবারগুলিতে গিয়েছেন তারা যেন করোনাভাইরাসসংক্রমণের লক্ষণগুলির জন্য নিজেদেরে পর্যবেক্ষণ করেন।

রাজ্যের ইনগহাম কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা লিন্ডা এস ভেইলবলেছেন, কার রোগ রয়েছে আপনি জানেন না তাইআপনি মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায়রাখুন।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট স্যামুয়েল এলস্ট্যানলি বলেছেন, শিক্ষার্থী, অনুষদ কর্মীদেরকরোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য সতর্ক থাকতেহবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *