বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন


বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক সরোজ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা সরোজ খান মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই’য়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোররাতের দিকে তার হার্ট অ্যাটাক হয়।

সম্প্রতি তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল, তবে তার রিপোর্ট নেগেটিভ আসে।

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অভিজ্ঞ নৃত্য পরিচালকদের মধ্যে বেশ জনপ্রিয় একজন ছিলেন সরোজ খান।

১৯৪৮ সালে জন্ম নেয়া সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশুশিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন।

এরপর ৭০’এর দশকে সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। কোরিওগ্রাফার হিসেবে ২ হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।

১৯৮০’র দশকে শ্রীদেবী ও মাধুরি দিক্ষিতের মতো বলিউড তারকাদের সাথে কাজ করা শুরু করার পর বলিউডে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। শ্রীদেবী ও মাধুরি দু’জনই হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় কিছু গানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন।

দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’, তেজাব সিনেমার ‘এক, দো, তিন’ গানগুলোর কোরিওগ্রাফি করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

সেরা কোরিওগ্রাফির জন্য তিনবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *