মিশিগান স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ফয়সল আহমেদ চৌধুরী রুবেলের পিতা মো.আব্দুর রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……..রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে রোববার রাত ১২ টা ৪০ মিনিটে ওয়ারেন সিটির নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিল (৯১) বছর। তিনি দুই ছেলে,২ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনিসহ দেশ-বিদেশে অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ সোমবার বাদ জোহর ডেট্রয়েট সিটির মসজিদুর নুর এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টার দিকে ডিয়ারবর্ণ সিটির হুড মেরি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুম আব্দুর রশিদ চৌধুরীর দেশের বাড়ী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায়। তিনি ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় ও কোরআন তেলেওয়াত করতেন।
এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সল চৌধুরীর বাবার
মৃত্যৃতে মিশিগানস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, মিশিগান আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক,যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক,
ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ সর্বস্তরের নেতাকর্মীরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।