সাম্প্রতিক সময়ের বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফোর্ড মোটর কোম্পানীকে একটি বড় ধরণের পরিবর্তন আনার জন্য সংস্থাটির কর্মীরা চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। কিছু সংখ্যক কর্মী ফোর্ড মোটর কোম্পানীকে পুলিশের জন্য গাড়ী নির্মাণ ও বিক্রয় বন্ধ করতে বলছেন। গত ৮ জুলাই মোটর গাড়ীর ওয়েব সাইট ‘জলাপনিক’ এ প্রকাশিত ফোর্ড মোটর কোম্পানীর শতাধিক কর্মী ফোর্ড কোম্পানীকে পুলিশ বিভাগের জন্য যানবাহন তৈরী বন্ধ করার আহবান জানিয়েছেন।
গত মাসে ‘চেঞ্জ ডট অর্গ’ একটি পাবলিক পিটিশনে ১২ হাজারের বেশী স্বাক্ষর সংগ্রহ করে ফোর্ড মোটর কোম্পানীকে পুলিশ বিভাগকে গাড়ী বিক্রয় ও পরিসেবা প্রত্যাখানের আহবান জানায়।
ফোর্ড মোটর কোম্পানীর সিইও জিম হাকেট সম্প্রতি কর্মীদেরে একটি মেমো দিয়েছেন সেই মেমো থেকে এ বিষয়টি জানা গেছে্।
ফোর্ড মোটর কোম্পানী গত ৭০ বছর যাবৎ অর্থাৎ ১৯৫০ সাল থেকে পুলিশের জন্য গাড়ী তৈরী করে আসছে। ফোর্ড মোটর কোম্পানীর সিইও জিম হাকেট কর্মীদের ‘পুলিশের জন্য গাড়ী তৈরী ও বিক্রয় বন্ধের’ দাবী প্রত্যাখান করে বলেন, গাড়ী তৈরী ও বিক্রি অব্যাহত থাকবে। অটো মেকাররা ‘ব্ল্যাক লাইভ মেটার’ আন্দোলনকে সমর্থন করতে পারে। তিনি আরো বলেন, ব্ল্যাক লাইভ মেটারস এর ব্যাপারে আমাদের শক্তিশালী কন্ঠস্বর সব সময় অব্যাহত থাকবে।