এম এ হকের ইন্তেকালে মিশিগান বিএনপির দোয়া মাহফিল


সিলেটের প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ, বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হকের ইন্তেকালে মিশিগান বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে,গত ৭-১২-২০২০ইং রোজ রবিবার মিশিগান হেমট্রামিক সিটির কাবাব হাউসে।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সেলিম আহমদ। দোয়া পরিচালনা করেন হাফিজ আফজল আহমদ চৌধুরী। উক্ত দোয়া মাহফিলে এম এ হকের জীবনি নিয়ে আলোচনা করেন সিলেট মহানগর বিএনপির প্রতিষ্টা সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী ও জনাব আনোয়ার রহমান।এম এ হক চিলেনএকজন সফল ব্যবসায়ি ও সৎ রাজনীতিবিদ। বিএনপি সরকারের আমলে তিনি কখন খমতার দাপট দেখান নাই।

বরং তিনি সব দলের লোকদেরকে সহযোগীতা করেছেন।ব্যক্তিগত জীবনে উনি অত্যন্ত ধারমিক ও উদার মনের মানুষ চিলেন। আল্লাহ পাক মরহুম এম এ হক ভাইকে জান্নাতুলফেরদৌস দান করুন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপি, যুবদল,মিশিগান জার্সাস ও সাবেক ছাএদল নেএীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি:-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *