মিশিগানে মাস্ক বিতর্কে এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত


মিশিগানে মাস্ক  পরা না পরা নিয়ে বিতর্কের জের ধরে একব্যক্তি নিহত  এবং অপর একজন আহত হয়েছেন বলেজানা গেছে। পুলিশ জানিয়েছে,  ১৪ জুলাই রাজ্যেরউইন্ডসর টাউনশিপের  কোয়ালিটি ডেইরি এলাকায় সকালে৭৭ বছর বয়েসী এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় ছিলেন এবংঅপর ৪৩ বয়স্ক ব্যক্তি মাস্ক ছাড়াই ছিলেন। মাস্ক পরা নাপরা নিয়ে দুজন বিতর্কে জড়ান।

এক পর্যায়ে ৪৩ বছর বয়েসী সন এরিক ৭৭ বছর বয়েসীব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এটন কাউন্টিরপুলিশ ঘটনা জানার পর হামলাকারীকে ধরার চেষ্টাকালে ব্যক্তি পুলিশের দিকে তেড়ে আসেন এবং পুলিশকেছুরিকাঘাতের চেষ্টা করেন।

এসময় পুলিশ গুলি ছুড়লে তিনি আহত হন এবং হাসপাতালে নেয়ার পর অস্ত্রোপচারের সময় তিনি মারাযান বলে জানা গেছে। তিনি এম ডটের কর্মী ছিলেন বলেজানা গেছে, ২০০৮ সাল থেকে তিনি এখানে কাজ করছেন. তিনি পরিবহন প্রযুক্তিবিদ ছিলেন।

৭৭ বছর বয়েসী ব্যক্তি হাসপাতালে রয়েছেন তবে তারশারিরিক অবস্থা জানা যায়নি।মিশিগান স্টেট পুলিশ শুটিংএর ফুটেজ প্রকাশ করেছে। মিশিগান রাজ্য পুলিশ সনএরিকের ছুরিকাঘাত করা পুলিশের গুলি ছোড়া দুটিবিষয়ের উপরই তদন্ত করছে।

এখানে উল্লেখ্য মিশিগানে পর্যন্ত মাস্ক পরা নিয়ে বিতর্কেদুজন প্রাণ হারিয়েছেন। এর আগে ফ্লিন্ট ডলার স্টোরেনিরাপত্তারক্ষী গ্রাহকের মধ্যে বিতর্কের পর  সংঘর্ঘে একব্যক্তি নিহত হন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *