মিশিগানে জরুরি অবস্থার মেয়াদ ১১ আগষ্ট পর্যন্ত বৃদ্ধি


মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের গভর্ণর গ্রিচেন হুইটমার ১৪ জুলাই রাজ্যের জরুরি অবস্থা ১১ আগষ্ট পর্যন্ত বাড়িয়েছেন। তিনি বলেন, গত তিন সপ্তাহ যাবৎ মিশিগানের প্রতিটি অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।

রাজ্যে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এখন এটি আরো চার সপ্তাহের জন্য বাড়িয়ে দেয়া হল। গভর্ণর বলেন, রাজ্যে এ পর্যন্ত ৬ হাজারের বেশী মানুষ করোনায় সংক্রমিত হয়ে মারা যান, করোনায় আমরা ইতিমধ্যেই আমাদের মা, বাবা, দাদা দাদী, আত্মীয় স্বজনকে হারিয়েছি। গত কয়েক সপ্তাহ ধরে দেখছি আমাদের রাজ্য এখনও করোনাভাইরাসটির জন্য সত্যি হুমকিস্বরুপ। 

এদিকে গত ২৪ ঘন্টায় মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু  হয়েছে এবং ৫৮৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, আগের দিন অর্থাৎ ১৩ জুলাই মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। এ পর্যন্ত মিশিগানে করোনায় সংক্রমিত হয়ে ৬ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ হাজার ৩০৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

মিশিগান রাজ্য স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে। মিশিগান রাজ্যের প্রধান মেডিক্যাল নির্বাহী ডা: জে. খালদুন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণে মিশিগানবাসী এক হুমকির মধ্যে পড়েছেন গভর্ণর হুইটমার মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে মিশিগান করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে দেশের মধ্যে সপ্তম স্থানে এবং সংক্রমণের দিক দিয়ে ১৩তম স্থানে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *