মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের এক ব্যক্তিকে দোকান থেকে ভূল লটারির টিকেট দেয়া হয়েছিল কিন্তু তিনি সেই ভূল টিকেটেই হয়েছেন দুই মিলিয়ন ডলারের লটারি বিজয়ী। মিশিগান লটারি জানিয়েছে, লটারি জয়ী ব্যক্তি গাড়ীর চাকায় বাতাস ভরার জন্য ইষ্টপয়েন্ট সিটির একটি গ্যাস ষ্টেশনে থামেন।
এয়ার মেশিনের জন্য তার ভাংতি টাকার প্রয়োজন ছিল। ভাংতি টাকার সাথে ১০ ডলারের লাকি সেভেন স্ক্র্যাচঅফ টিকেটও তিনি চেয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক লটারি বিজয়ী জানিয়েছেন, আমি আমার স্ত্রীর গাড়ীর টায়ারে বাতাস ভরার জন্য দোকানটিতে থামি তাছাড়া আমার কিছু ভাংতির প্রয়োজন ছিল। তিনি দোকানের ভিতর গিয়ে ১০ ডলারের লাকি সেভেন এর টিকেট চেয়েছিলেন কিন্তু দোকানের ক্লার্ক তাকে ভূল টিকেট দিয়েছিলেন।
কেরানি ভূল করে আমাকে ২০ ডলার মূল্যের টিকেট দেন। ভূল টিকেট দিয়েছেন এটা বুঝার পর ক্লার্ক সেটি আমাকে ফেরত দিয়ে ১০ ডলার মূল্যের টিকেট দিতে চান কিন্তু আমার মন বলছিলো ২০ ডলার মূল্যের টিকেটটি রেখে দিতে। ২০ ডলার দিয়ে সেটি রাখি এবং লটারি জিতি। আমি নিশ্চিত যে আমি খুশী। ১৪ জুলাই এক বিবৃতিতে লটারি জয়ী ব্যক্তি তার উপলব্ধির কথা এভাবেই জানান। ৫৭ বছর বয়েসী এই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বিজয়ী ব্যক্তি এই অর্থ থেকে একটি বাড়ী কিনবেন এবং বাকী অর্থ সংরক্ষণ করবেন বলে জানা গেছে।