মিশিগানে এখন তরুণরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশী


মিশিগানে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ সুত্রে জানা গেছে। মিশিগানে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে ৯ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন।

মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭২৫ জন। স্বাস্থ্য ও  মানব সেবা বিভাগে এক বিশ্লেষণে দেখা গেছে গত ২০ এপ্রিল থেকে ৪৯ বছর কিংবা এর কম বয়েসী মানুষ বেশী আক্রান্ত হচ্ছেন।

মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মুখপাত্র লিন সুতফিন বলেছেন, নতুন আক্রান্তদের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়েসী মানুষ সবচেয়ে বেশী এবং এর পরে রয়েছে ৩০ বছর থেকে ৩৯ বছর বয়েসী মানুষ। মিশিগানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ১৬২ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *