৩২ বছর পর গত ২০ জুলাই জেল থেকে মুক্তি পেয়েছেন রিচার্ড ওয়ার্শেজুনিয়র। ফ্লোরিডা ডিপার্টম্যান্ট অব কারেকশানস তাকে মুক্তি দিয়েছে।তিনি হচ্ছেন মিশিগান কারাগারে দীর্ঘ সময় থাকা এক অহিংস কিশোর অপরাধী। গত ২০ জুলাই তাকে ফ্লোরিডা থেকে মুক্তি দেয়া হয়েছে।
তিনি প্রায় তিন দশক মিশিগানের কারাগারে কাটিয়েছেন। ২০২১ সালের ২০ এপ্রিল ফ্লোরিডার একটি কারাগার থেকে তার মুক্তি পাবার কথা ছিল কিন্তু তার ভাল আচরণের জন্য মুক্তির তারিখটি এগিয়ে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, মাদক অপরাধের অভিযোগে ১৭ বছর বয়সে ওয়ার্সে মিশিগানে গ্রেফতার হন এবং ৪৮ বছর বয়স পর্যন্ত তিনি মিশিগানে জেলে ছিলেন। ১৪ বছর বয়সে তিনি এফবিআই এর সর্ব কনিষ্ট তথ্যদাতা হয়েছিলেন এবং ডেট্রয়েটের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ীদের কিছুটা নামিয়ে আনতে সহায়তা করেছিলেন। কিন্তু তারপরে একসময় তিনি নিজেই মাদক ব্যবসায়ী হয়ে উঠেন।
১৯৮৭ সালে ওয়ার্সে ৮ কেজিরও বেশী ওজনের কোকেন রাখার অপরাধে গ্রেফতার হন।রাজ্যের ‘৬৫০ লাইফার ল‘ এর অধীনে মিশিগানের কারাগারে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছিল। ওয়ার্সে প্রায় ৩০ বছর কারাগারে থাকার পর ২০১৭ সালে প্যারোল অর্জন করেন। তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে মিশিগানের ‘ওক কারেকশনাল ফ্যাসিলিটি’ থেকে মুক্তি পেয়ে ইউ এস মার্শালদের হাতে চলে গিয়েছিলেন। তারপরে মিশিগানে কারাগারে থাকার সময় তিনি গাড়ী চুরির মামলায় জড়িত থাকার দোষ স্বীকার করেছিলেন এ কারণে তাকে ফ্লোরিডার একটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল। গত ২০ জুলাই ফ্লোরিডা থেকে মুক্তি পেয়ে ওয়ার্সে একটি গাড়ীতে করে মিশিগানের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে ডব্লিউ ডি আই ভি টিভি জানিয়েছে।
মিশিগানে সেবা করার জন্য তাকে আরো ১৩ মাস প্যারোলে থাকতে হবে। মিশিগান ডিপার্টম্যান্ট অব কারেকশানস মুখপাত্র হলি ক্রামার জানিয়েছেন, ওয়ার্সে মিশিগান ফিরে আসছেন ‘তত্ত্বাবধানে মুক্তির অধীনে‘ (under supervised released )মিশিগানে তার প্যারোলের শর্তগুলো হচ্ছে, তাকে রাজ্যের মধ্যে থাকতে হবে, ফেলনি রেকর্ডযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে, কোন আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না এবং একটি চাকরির সন্ধ্যান তাকে করতে হবে। “হোয়াইট বয় রিক” নামে তার জীবন ভিত্তিক একটি সিনেমা তৈরী করেছিল হলিউড যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর।
রিচার্ড ওয়ার্শে জুনিয়র : ছবি :ডেট্রয়েট ফ্রি প্রেস।
রিচার্ড ওয়ার্শে জুনিয়র : ছবি : ডেট্রয়েট মেট্রো টাইমস ।
(পুরানো ছবি )