করোনাভাইরাসে আক্রান্ত নায়িকা পপি


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। বেশ কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনার নানা উপসর্গ দেখা দিলে তিন দিন আগে নমুনা পরীক্ষা করান। তার ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছে পরিবারর পরিবার।

শুক্রবার বিকেলে পপির পরিবারের এক সদস্য জানান, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে পপির। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।

প্রায় পাঁচ মাস আগে পপি নিজ এলাকা খুলনায় যান। এরপরই বাংলাদেশের অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাকালে অনেক অসহায় মানুষের পাশেও দাঁড়ান পপি।

বিশ্বজুড়ে মহামারি চলছে করোনাভাইরাসের প্রভাবে। এখনো আসেনি এই ভাইরাসের প্রতিষেধক বা প্রতিরোধক। তাই এ রোগ নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই। এরই মধ্যে বাংলাদেশেই ২ হাজার ৮৩৬জন মানুষ মারা গেছেন। ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতেই আইসোলেশনে আছেন অভিনেত্রী। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *