গাজীপুরের শ্রীপুরে উপজেলার প্রহলাদপুরে মুক্তিযোদ্ধা সহ জনগণের ঘর-বাড়ি ও জমি দখলের প্রতিবাদ জানিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গাজীপুর সেক্টর তিনের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ আতিকুল্লাহ বাবুল গং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনকারী আব্দুর রউফ সরকারের জমিতে থাকা শতবর্ষী গাছসহ ২৫টি গাছ কর্তন করে এবং জোর করে জায়গা লিখে দেওয়ার জন্য হুমকি দেয়। এসময় ভুক্তভোগী পরিবার জায়গা দিতে অস্বীকৃতি জানালে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, আব্দুর রউফ সরকারের বড় ছেলে এডভোকেট মিজানুর রহমান সরকারের কাছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এস এ নূর মোহাম্মদ সহ অন্যান্যরা।
প্রতিবাদ সভায় তারা বলেন, এই আতিকুল্লাহ বাবুল বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের উকিল শ্বশুর, একই সাথে ভূমি দস্যু আতিকুল্লাহ বাবুল গং দের হাতে সাধারণ মানুষ জিম্মি। এই নির্যাতন থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয় প্রতিবাদ সভা থেকে।