মাশরাফীর ৪০০ উইকেট


ক্রীড়া ডেস্ক :: লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম ৪০০ উইকেট শিকারি আব্দুর রাজ্জাক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইরফান শুক্কুরকে আউট করার মাধ্যমে এই কীর্তি অর্জন করেন মাশরাফী।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে তারা।

ডিপিএলে এবারের মৌসুমে মাশরাফী বিন মোর্ত্তজা খেলছেন আবাহনীর হয়ে। আজকের ম্যাচে মাঠে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির উইকেট সংখ্যা ছিল ৩৯৯টি। মোহামেডানের ইনিংসে নিজের তৃতীয় ওভারে বল করতে এসে ওভারের প্রথম বলে ইরফান শুক্কুরকে বোল্ড করেন মাশরাফী।

মাশরাফীর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এই কীর্তি অর্জন করেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৪০০ উইকেট নিতে মাশরাফি খেলেছেন ২৮৭ ম্যাচ। ৪০০ উইকেট নিতে আব্দুর রাজ্জাক খেলেছিলেন ২৬৯ ম্যাচ।