যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত কয়েকদিনযাবত করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্নসুত্রে জানা গেছে। ওয়ার্ল্ড ও মিটারের তথ্য মতে১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেনপ্রায় ১,২৫,৭৪২ জন । শুধুমাত্র ১৬ ই সেপ্টেম্বরনতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন । গত ১১সেপ্টেম্বর রাজ্যে ১ হাজার ৩১৩ জন আক্রান্ত হন, ১২ তারিখ আক্রান্ত হন ৬৯২ জন এবং গত ১৪ ও ১৫ তারিখ দুইদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার৯১১ জন।
গত ৪৮ ঘন্টায় এখানে সংক্রমিত হয়ে মারা যান২২ জন। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিতহয়ে মারা গেছেন ৬ হাজার ৯৪৩ জন । মিশিগানস্টেট সুত্রে এ তথ্য জানা গেছে।
রাজ্যে গড়ে এখন প্রতিদিন ৩০ হাজার মানুষকরোনা পরিক্ষা করাচ্ছেন। এর মধ্যে ৩ থেকে ৩দশমিক ৫ শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে।মিশিগানে এ পর্যন্ত ৮৫ হাজার ৫১৩ জন করোনাআক্রান্ত রুগী সুস্থ হয়েছেন। গত ৭ দিনে গড়েপ্রতিদিন ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত এলাকাডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন ও স্টার্লিং হাইটসসিটিতে বাংলাদেশী আমেরিকানদের মধ্যে করোনাআক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একজনবাঙ্গালি মহিলা হাসপাতালে ভ্যান্টিলেশানেআছেন এবং একাধিক করোনা আক্রান্ত রুগীহাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে।
হ্যামট্রামিক এলাকায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্যকরোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় কমিউনিটিতেআতংক লক্ষ্য করা গেছে । এ বিষয়ে করোনীয় কি জানতেচাইলে বাংলা সংবাদকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারবলেন “আমাদের কমিউনিটির সবাই মনে করছেন করোনা শেষহয়ে গেছে । তারা আবারো স্বাভাবিক জীবনে চলে গেছেন ।সামাজিক দূরত্ব সহ কোন ধরনের নিয়ম মেনে চলছেন না ।আমরা অনুরোধ করবো দয়াকরে সরকারের বিধিনিষেধ গুলোমেনে চলুন । করোনা এখনো শেষ হয় নি। “
অন্য আরেকজন ডাক্তার বলেন “আতংকিত না হয়ে সতর্কহোন । জাতিগতভাবে আমাদের ইউমিন সিস্টেম দুর্বল । তাইআমরা করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক।সচেতনেতাই পারে আমাদেরকে করোনা থেকে বাচিয়ে রাখতে।” এদিকে আক্রান্ত অনেকে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে ।