মিশিগানে এবার অনাড়ম্বরভাবে দুর্গাপূজা অনুষ্টিত হবে


দুর্গোৎসবের বাকী মাত্র আর প্রায় একমাস তবে অন্যান্যবারের মত এবার পূজা নিয়ে নেই তেমন মাতামাতি, নেই আগাম গানের, নাচের, নাটকের রিহার্সেল, নেই সাংস্কৃতিক অনুষ্টানের তেমন তোড়জোর।

করোনার জন্য এবার জাক জমক আয়োজন পরিহার করে অনাড়ম্বরভাবে দুর্গাপূজা করার সিদ্ধান্ত নিয়েছে মিশিগানের বিভিন্ন পূজা কমিটি। উল্লেখ্য মিশিগানে প্রতিবছর ১০/১১টি দুর্গা পূজা অনুষ্টিত হয়। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপকালে তারা জানান, মিশিগান স্টেটের করোনা সংক্রান্ত আইন ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে। মিশিগানের ডেট্রয়েটের দুর্গা মন্দিরের দুর্গা পূজায় সবচেয়ে বেশী মানুষের সমাগম হয়। দুর্গা মন্দিরের একজন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, পূজার যাবতীয় শাস্ত্রীয় ও আধ্যাত্মিক পার্বনগুলো যথারীতি নিয়মানুযায়ী পালন করা হবে তবে করোনা সংক্রমণের জন্য  সাংস্কৃতিক আয়োজন এবার সীমিত থাকবে।  

২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী দুর্গা মন্দিরে পূজা অনুষ্টিত হবে।  সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন পূজা হবে সকাল ১০টায় এবং অঞ্জলি হবে বেলা ১২টায়।  প্রতি পর্বে ৩৬ জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন।  মন্দিরে প্রবেশের আগে অবশ্যই সবাইকে মাস্ক ও গ্লাভস পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া মন্দিরে প্রবেশের আগে স্বাস্থ্যবিধির বইতে স্বাক্ষর করতে হবে।  মিশিগান অঙ্গরাজ্যের করোনা সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিনিষেধ মান্য করে পূজার যাবতীয় আয়োজন সম্পন্ন করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্যাবিধির কড়াকড়ির জন্য এবার অনুষ্টানাদি সংক্ষিপ্ত করা হচ্ছে।

মিশিগান কালীবাড়ী সুত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী মন্দিরে যথাযোগ্য নিয়ম অনুসারে দুর্গা পূজা অনুষ্টিত হবে তবে করোনাভাইরাস সংক্রমণের জন্য পূজার সময় মিশিগান অঙ্গরাজ্যের করোনা সংক্রান্ত আইন ও বিধি নিষেধ মেনে যাবতীয় পর্বগুলো পালন করা হবে। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী মন্দিরের উপস্থিতি সীমাবদ্ধ থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *