যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির পুলিশ একাধিক বর্ণবাদী হামলাসহ ৯ টি ফৌজদারী অপরাধের অভিযোগে ২৪ বছর বয়েসী এক শেতাঙ্গ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, এ মাসের শুরুর দিকে এই ব্যক্তি ওয়ারেন শহরের একটি কৃষ্ণাঙ্গ পরিবারের উপর তিনবার বর্ণবাদী হামলা চালায়। ওয়ারেন সিটির পুলিশ কমিশনার বিল দোয়ার ৩০ সেপ্টেম্বর জানান, সন্দেহভাজনকে ২৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে এবং সে তার অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, হেইট এন্ড ক্রাইম, অস্ত্র মামলাসহ একাধিক অপরাধের অভিযোগে তাকে ৩৭তম জেলা আদালতে হাজির করা হবে। এই ব্যক্তির নাম পুলিশ প্রকাশ করেনি।
তবে পুলিশ কমিশনার জানিয়েছেন, অপরাধী এই অঞ্চলে বাস করেন এবং সে এলাকায় ঘটে যাওয়া কিছু হামলা ও অপরাধের কথা স্বীকার করেছে।তার বিরুদ্ধে গুলি চালানো, বাড়ীর জানালা ভাংচুর, পাথর ছুড়া, গাড়ীর টায়ার নষ্ট করা, গাড়ীতে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে লেখার অভিযোগ রয়েছে।
একাধিক ব্যক্তি জানান, তাদের বাড়ীতে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং গ্যারাজের দরজায় আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে লিখা হয়েছে। পুলিশ মনে করে সন্দেহভাজন ব্যক্তি ফেডারেল চার্জের মুখোমুখি হতে পারে, পুলিশ ফেডারেল ব্যুরোর সাথে কাজ করে যাচ্ছে। এ মাসে ওয়ারেন সিটির একটি কৃষ্ণাঙ্গ পরিবারের উপর বর্ণবাদী হামলার জন্য অপরাধীকে ধরিয়ে দেয়ার জন্য পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।