জো বাইডেন নির্বাচিত হলে ন্যূনতম মজুরি হবে ১৫ ডলার : বার্নি সেন্ডারস মিশিগানে জনমত জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ৮.৮ পয়েন্টে এগিয়ে


প্রেসিডেন্ট পদে জো বাইডেন নির্বাচিত হলে ন্যূনতম মজুরি বৃদ্ধি করে ১৫ ডলার, করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, ছাত্রদের সাহায্যে টিউশন ফি কমানোর মত বিষয়গুলি গুরুত্ব পাবে বলে বলেছেন সিনেটর বার্নি সেন্ডারস।

সোমবার ৫ অক্টোবর মিশিগানের দুটি শহরে তিনি জো বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারে মিশিগান অঙ্গরাজ্যে এসে এ কথাগুলো বলেছেন।  মিশিগানের অ্যান আরবার  শহরের কেরিটাউন মার্কেটের বাইরে এবং ম্যাকম্ব কাউন্টির ম্যাকম্ব কমুনিটি কলেজের বিরাট পার্কিং লটে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন।

সমর্থকেরা এ সময় গাড়ীর হর্ণ বাজিয়ে তাকে তাদের সমর্থন ব্যক্ত করেন। উভয় সমাবেশেই সেন্ডারস তরুণদের ভোট কেন্দ্রে গিয়ে জো বাইডেনকে ভোট দেয়ার আহবান জানান। তিনি অ্যান আরবারের জনসভায় জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে কে বেশী দায়িত্বশীল, কে বেশী করোনা মহামারী মোকাবেলায় সচেষ্ট হবেন ?  প্রতিউত্তরে জনতা ‘জো বাইডেন, জো বাইডেন বলে চিতকার করে এবং করতালি দিতে থাকে।

এদিকে ট্রাম্প ও বাইডেনের প্রথম বিতর্কের পর মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে বলে এক জনমত জরিপে জানা গেছে।  গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেট্রেয়েট নিউজ ও ডব্লিউ ডি আই ভি পরিচালিত রাজ্যের ৬০০ ভোটারদের মধ্যে এক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।

জনমত জরিপ থেকে জানা গেছে, রাজ্যে বাইডেনের প্রতি ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন রয়েছে ৩৯ দশমিক ২ শতাংশের।  এ মূহূর্তে বাইডেন ট্রাম্পের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ এগিয়ে রয়েছেন। এর আগের জনমত জরিপ থেকে বর্তমান জরিপ পর্যন্ত ট্রাম্প ৩ শতাংশ ভোটার হারিয়েছেন।  যাদের বয়স ৬৫ বছরের বেশী তাদের ৫৯ শতাংশ ভোটার বাইডেনকে এবার ভোট দিবেন বলে জনমত জরিপে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *