মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারকে অপহরণ করে জিম্মি করে মিশিগানের রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার এক গভীর ষড়যন্ত্র ৬ জন গ্রেফতার


মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারকে অপহরণ করে জিম্মি করে মিশিগানের রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার এক গভীর ষড়যন্ত্র উদঘাটন করেছে  এফ বি আই।

এই ষড়যন্ত্রের সাথে ১৩ ব্যক্তি যুক্ত রয়েছেন বলে জানা গেছে।  এফবিআই বিষয়টি তদন্ত করছে। এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ অক্টোবর ফেডারেল কোর্টে ৬ জনের বিরুদ্ধে গভর্নরকে অপহরণের অভিযোগ আনা হয়েছে এরমধ্যে ৫ জনই মিশিগানের বাসিন্দা এবং একজন ডেলোয়ারের বাসিন্দা। কর্মকর্তারা জানান, তারা চলতি বছরের প্রথম দিকে এ ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন।

ফেডারেল কর্মকর্তারা জানান, এই গ্রুপটি রাজ্য সরকারের পতনের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত ক্রফট ও ফক্স দুজনে রাজ্য সরকারের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ নেয়ার ব্যাপারে অন্যদের নিয়োগের ব্যাপারে সম্মত হন বলে ফেডারেল কর্মকর্তারা জানান।

এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো মিশিগানের ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

  কোর্ট রেকর্ড থেকে জানা যায়, জুন মাসের ৬ তারিখ ওহাইও রাজ্যের ডাবলিনে ক্রফট ও ফক্স এ দুই ব্যক্তি অন্যান্য রাজ্যের ১৩ ব্যক্তির সাথে মিলিত হয়েছিলেন। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য শান্তিপূর্ণ থেকে সহিংস পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছিল।  পুলিশ জানিয়েছে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এ গ্রুপের সদস্যরা নিয়মিত মিলিত হত এবং বন্দুকের প্রশিক্ষণ নিত।

এই গ্রুপের ফক্সের একটি ফোন কল থেকে জানা যায়, ফক্স ফোনে বলছিলেন, নভেম্বরের ভোটের আগে রাজ্যের ক্যাপিটাল ভবনে হামলা ও গভর্নরকে অপহরণ করে জিম্মি করতে তার ২০০ মানুষের প্রয়োজন।  গত ২৮ জুন ফক্স ও তার গার্লফ্রেন্ডসহ কয়েক ব্যক্তি মিশিগানের মুনিথে একটি কৌশলগত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। ফক্স এক বৈঠকে বলেছিলেন, হুইটমার যখন তার বাড়ীতে গ্রীষ্মের ছুটিতে আসবেন তখন তাকে অপহরণের করার সর্বোত্তম সময়।

অপহরণের সময় ব্যবহারের জন্য টিজার কেনার কথা ফক্স ফোনে আলাপ করেছিলেন এবং ৮ লাখ ভল্টের টিজার তিনি কিনেছেন বলে নিশ্চিত করেছেন গত ২ অক্টোবর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *