মিশিগানের সকলের পরিচিত মুখ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক খান ৯ অক্টোবর ভোরে ভার্জিনিয়ায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি মিশিগান থাকলেও মাঝে মাঝে ছেলে মেয়েদের কাছে ভার্জিনিয়াতে বেড়াতে যেতেন। কিছুদিন আগে তিনি সেখানে গিয়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যসহ রোগে ভোগছিলেন।
তার মরদেহ ভার্জিনিয়ায় দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাংঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে মিশিগানের বাঙ্গালি কমুনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। মঞ্জুরুল হক খান মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি মিশিগানস্থ ‘ঢাকা বিভাগ কল্যাণ সংঘে’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তিনি মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার যন্ত্রাইল গ্রামে।