নির্বাচনী প্রচারে ২০ অক্টোবর মঙ্গলবার মিশিগান এসেছিলেন সাবেক সেকেন্ড লেডী ও বর্তমান ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন ও প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প।
তারা পৃথক পৃথক একাধিক নির্বাচনী জনসমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন।
জিল বাইডেন রাজ্যের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকানদের এক সমাবেশে ভাষণ দেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, জো বাইডেন হবেন সকল আমেরিকানদের একজন রাষ্ট্রপতি। তিনি করোনা মহামারী প্রতিরোধে, দেশ পুনর্গঠনে আগের চেয়ে আরো উন্নত পরিকল্পনা নিয়েছেন।
তিনি বলেন অভিবাসী জাতি হিসাবে আমাদের মূল্যবোধ পুনরুদ্ধার ও সকল আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষার জন্য বাইডেন কাজ করে যাবেন। যার মধ্যে আরব আমেরিকানরাও রয়েছেন, আমাদের দেশের জন্য তাদের যথেষ্ট অবদান রয়েছে।
এদিকে মিশিগানের ল্যান্সিং এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে এক নির্বাচনী সভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে মিশিগানে যে জরিপ হয়েছে তা ভূল। আমি আপনাদেরে বলছি, তারা আবার ভূল প্রমানিত হবে। আমি মনে করি ২০১৬ সালের চেয়ে মিশিগানে এবার আরো বড় জয় আপনারা দেখবেন।
আমি তখন এখানে ছিলাম, আমি জানি, আমি দেখেছি এখানের মানুষের উৎসাহ। মিশিগানের গভর্নরকে যারা অপহরণ করার পরিকল্পনা করেছিল তাদেরে তিনি “ঘৃণ্য ব্যক্তি” বলে উল্লেখ করেন এবং বলেন,এদেরে সারা জীবন জেলে নিক্ষেপ করুন।
মিশিগানে রিপাবলিকান পার্টি খুব জোরেসোরে কোমড় বেধে নির্বাচনী প্রচারে নেমেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারে ৩ বার এখানে এসেছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্স, ইভানকা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইতিমধ্যে মিশিগানে নির্বাচনী প্রচার ও জনসমাবেশ করে গেছেন।
আগামী বৃহস্পতিবার ২২ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আবার মিশিগানের ওকল্যান্ড কাইন্টিতে এক সমাবেশে ভাষণ দিবেন, প্রেসিডেন্টের বড়ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২২ অক্টোবর রাজ্যের হাপটন কাউন্টিতে সমাবেশ করবেন বলে জানা গেছে।