যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। বিশেষ করে বাঙ্গালি অধ্যুষিত হ্যামট্রামিক ও ডেট্রয়েট সিটিতে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক। প্রতিদিন মারা যাচ্ছেন প্রচুর মানুষ। ইতিমধ্যে অনেক বাংলাদেশি মারা যাওয়ার খবর আসছে প্রতিনিয়ত । এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন নাস্ট হাতে নিয়েছে এক মহতি উদ্যোগ।
২৪ই অক্টোবর ২০২০ রোজ শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত কাবাব হাউস পার্কিংলটে ফ্রি করোনা টেস্ট সেবা দেওয়া হবে। সেবাটি উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। যে কেউ চাইলে উল্লেখিত সময়ে এসে ফ্রি করোনা টেস্ট করাতে পারেন । অর্ধদিন ব্যাপী এ আয়োজনে সকল ধরণের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তা নাজেল হুদা, আরমানী আছাদ, শাকিল খন্দকার ও মনজুরুল করিম তুহিন ।