যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য এখন প্রেসিডেন্ট নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে নির্বাচনী প্রচার জমে উঠেছে, দুটি দলই মিশিগানে জিততে মরিয়া।
এখানে এখন প্রতিদিনই দুদলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা তাদের নিকটজন বা দলের উর্দ্ধতন নেতা কেউ না কেউ নির্বাচনী প্রচারে আসছেন, সমাবেশ, জনসংযোগ করছেন। গতকাল ২৬ অক্টোবর নির্বাচনী প্রচারে মিশিগান এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
তিনি রাজ্যের ম্যাকম্ব কাউন্টির ওয়াশিংটন টাউনশিপের মিশিগান স্টার স্পোটর্স সেন্টারের পার্কিং লটে এক জন সমাবেশে ভাষণ দেন। ম্যাকম্ব কাউন্টি হচ্ছে রাজ্যের তৃতীয় জনবহুল কাউন্টি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এ কাউন্টি রাজ্যে ভোটের ব্যবধান নির্ধারণ করেছিল।
ট্রাম্প জুনিয়র সমর্থকদের উদ্দেশ্যে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ইউক্রেনে ব্যবসা করার সমালোচনা করেন, জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন ও তার সমালোচন করেন।
গত ২৫ অক্টোবর মিশিগানের বিভিন্ন শহরে সমাবেশ ও জন সংযোগ করে গেছেন ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী কমলা হ্যারিস।
এদিকে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান রাজ্যের রাজধানী ল্যান্সিং এর আন্তজার্তিক বিমান বন্দরে বেলা ২ টায় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে আসছেন, সমর্থকদের জন্য বেলা ১১ টায় সমাবেশস্থলের ফটক খুলে দেয়া হবে। এখানে উল্লেখ্য মিশিগানের ডেমোক্রেট গভর্নর গ্রিচেন হুইটমারের হোম টাউন হচ্ছে ল্যান্সিং।
ডেমোক্রেটিক দলের ভাইস প্রোসিডেন্ট পদ প্রার্থী জো বাইডেন আগামী ৩১ অক্টোবর এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে ও জনসংযোগ করতে মিশিগান আসছেন বলে জানিয়েছে তার নির্বাচনী অফিস। তবে কখন কোথায় তিনি সমাবেশ করবেন তার বিস্তারিত কিছু জানা যায়নি।
জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচারে আগামী ২৯ অক্টোবর মিশিগান আসছেন বলে দলের নির্বাচনী অফিস আজ জানিয়েছে। উল্লেখ্য এ মাসের প্রথম দিকে তিনি আরেকবার রাজ্যের ডেট্রয়েট শহরে নির্বাচনী প্রচারে এসেছিলেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে আগামী ২৮ অক্টোবর মিশিগানে আসছেন। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে ফ্লিন্ট বিমান বন্দরে সন্ধ্যা ৭ টায় ভাষণ দিবেন। মিশিগানে এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় সফর হবে।