আকবরকে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়, মঙ্গলবার তোলা হবে আদালতে


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়িক বরখাস্তকৃত) এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে রাখা হয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কার্যালয়ে।

নগরীর শাহজালাল উপশহরস্থ পিবিআই কার্যালয়ে কড়া নিরাপত্তায় তাকে রাখা হয়েছে বলে সিলেটভিউ-কে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান। তাকে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে আদালতে তোলা হবে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টায় এসপি খালেকুজ্জামান জানান, রাত সাড়ে ৭টার দিকে জেলা পুলিশ আমাদের কাছে আকবরকে হস্তান্তর করে। তাকে আমাদের কার্যালয়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে আকবরকে আদালতে প্রেরণ করা হবে।

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সোমবার সকালে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা পৌনে ৬টায় তাকে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সাড়ে ৬টার দিকে আকবরের গ্রেফতার নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে এসপি ফরিদ উদ্দিন বলেন, আমরা গতকাল (রোববার) ইনফরমেশন পেয়েছিলাম কানাইঘাট সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে। এজন্য আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এতে নেতৃত্ব দেন কানাইঘাট ও জকিগঞ্জ থানার ওসি।

পুলিশের আইজি ড. বেনজীর আহমেদের কথা উল্লেখ করে তিনি বলেন, স্যারের প্রত্যক্ষ নির্দেশ ছিল এ বিষয়ে।  এছাড়া সিলেটের রেঞ্জের ডিআইজি স্যারও সার্বক্ষণিক এই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছিলেন।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার আরও বলেন, ৩ দিন থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আজ সোমবার সকাল ৯টায় সাদা পোশাকে সিলেট জেলা পুলিশ আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশের কাছে খবর আসে- আকবর ভারতে পালিয়ে যেতে পারে। এ খবর পেয়েই কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয় এবং অবশেষে সোমবার সকালে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *