মিশিগানে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে করোনার জন্যে ওয়ারেন সিটি হল অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সিটির কয়েকজন কর্মকর্তা, পুলিশ বিভাগ, আদালতসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের জন্য গতকাল ৮ নভেম্বর রাজ্যের ওয়ারেন সিটি হল অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছেন সিটি  কর্তৃপক্ষ।

আজ ৯ নভেম্বর ও গতকাল ৮ নভেম্বর দুই দিনে মিশিগানে করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ১০ জন এবং সংক্রমিত হয়ে মারা গেছেন ৬২ জন। গত ৭ নভেম্বর মিশিগানে ছয় হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন যা এ পর্যন্ত একদিনে সর্ব্বোচ্চ   এবং এদিন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৫ জন।  মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন সাত হাজার ৬৪০ জন এবং আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮০৪ জন 

রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়ে চলেছে, এখন প্রতিদিন গড়ে ৪৫ হাজার মানুষ করোনা পরিক্ষা করাচ্ছেন এবং এর মধ্যে ৯ শতাংশেরও বেশী মানুষের পজিটিভ রিপোর্ট এসেছে।  হাসপাতালে রোগী ভর্তি ও ক্রিটিক্যাল কেয়ার এবং ভেন্টিলেটার ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।  মিশিগান স্টেট সুত্রে এ তথ্য জানা গেছে

এদিকে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটি সুত্রে জানা গেছে, সিটি হলে কর্মরত একাধিক কর্মকর্তা, কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে এবং একজন বিভাগীয় প্রশাসক ভেন্টিলেটরে আছেন।  তাছাড়া পুলিশ বিভাগ ও আদালতসহ বিভিন্ন বিভাগে করোনা সংক্রমিত হওয়ায় ৮ নভেম্বর সিটি হল অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *