যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৯ নভেম্বর করোনাভাইরাস সনাক্তকারী অ্যাপ সেবা চালু হয়েছে। এই অ্যাপ করোনা সংক্রমিত ব্যক্তি কাছে এলে তা অবহিত করবে।
এটি বিনা মূল্যে গুগল অ্যাপ স্টোর ও অ্যাপেল থেকে স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। MDHHS সবাইকে এই App টি ব্যবাহার করার জন্য উৎসাহিত করছে, App এর নাম হচ্ছে MI CIVID Alert । এ পর্যন্ত ৪৬ হাজার মানুষ তাদের স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। মিশিগান স্টেটের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমি সবাইকে তাদের ফোনে এটি ডাউনলোড করতে উৎসাহিত করছি, এটা খুবই সহজ এবং বিনামূল্যের সেবা যা আপনাকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখতে সাহায্য করবে, এটি আপনাকে, আপনার পরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিরাপদ রাখবে।
কোন জনবহুল এলাকায় গেলে অন্যান্য লোকজন থেকে আপনি অনেকটা নিরাপদ থাকবেন। ” জানা গেছে, এই অ্যাপটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করা থাকলে করোনা আক্রান্ত কেউ যদি ১৫ মিনিট আপনার ছয় ফুট দূরত্বের মধ্যে থাকে তবে তা আপনাকে অবহিত করবে।
এই অ্যাপটির সফলতা নির্ভর করবে কতজন লোক এই অ্যাপটি ডাউনলোড করবে এবং স্বেচ্ছায় কতজন তাদের করোনা পজিটিভ আছে সেটি শেয়ার করবেন। মিশিগান স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগের একজন কর্মকর্তা ক্রিষ্টেন সিমনস জানিয়েছেন, যাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাদেরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বা মিশিগান স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ থেকে একটি পিন নাম্বার দেয়া হয়, এই পিন নাম্বারটি তারা বেনামে তাদের ফোনের উক্ত অ্যাপে শেয়ার করতে হবে।
তবে কার করোনা পজিটিভ আছে তা কিন্তু কেউই জানতে পারবে না। এটি ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে। সিমনস আরো জানান, “আমরা ব্যবহারকারীর তথ্য ট্রাক করি না, অ্যাপটি কে বা কারা ব্যবহার করছে তাও আমরা জানি না। এটা খুবই সহজ ও বিনামূল্যের একটি সেবা।”