যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ট্রাম্পের পক্ষে রিপাবলিকান পার্টির আইনি দল গত ২৬ নভেম্বর মিশিগানের সুপ্রীম কোর্টে নতুন আরেকটি মামলা দায়ের করেছেন।
ট্রাম্পের দুই সমর্থক, মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার, সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন এবং স্টেট ক্যানভাসার্স বোর্ডের চেয়ারম্যান জেনেট ব্র্যাডশো’র বিরুদ্ধে মামলা করেছেন।
৫৪ পুষ্টার মামলার নথি থেকে জানা যায়, আদালতকে নির্বাচনের ফলাফল নিরিক্ষা, ব্যালেটে অনিয়ম, জালিয়াতির সমস্ত দাবির তদন্ত করতে এবং নির্বাচনের জন্য তার সাংবিধানিক বাধ্যকতামূলক কাজ শেষ করার জন্য ৩ নভেম্বরের সমস্ত নির্বাচনী সামগ্রী আদালতের জিম্মায় নিতে বলা হয়েছে।
মামলায় আরো বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়েইন কাউন্টির অ্যাবসেন্টি ব্যালটের বৈধতা, অভিযোগের সুরাহা বা পর্যালোচনা করতে একজন বিশেষ মাষ্টার নিযুক্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত যেন রাজ্যের সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন এবং বোর্ড অব স্টেট ক্যনভাসাররা রাজ্যের নির্বাচনী ফলাফলের চুড়ান্ত শংসাপত্র প্রদান থেকে বিরত রাখতে আদালতকে অনুরোধ করা হয়।
এ মামলায় ১২ জনেরও বেশী ব্যক্তি হলফনামায় উল্লেখ করেছেন যে, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় জিওপি ভোট চ্যালেঞ্জারদের অর্থপূর্ণ পর্যবেক্ষেণ থেকে বিরত রাখা হয়েছে এবং এবসেন্টি ব্যালট গনণা বোর্ডে যেভাবে ব্যালট গনণা করা হয়েছে তাতে যথেষ্ট অনিয়ম ছিল।
এদিকে মিশিগান রাজ্যের সিনেট কমিটি এবং সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ঘোষণা দিয়েছেন যে ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় যে সমস্যাগুলি দেখা দিয়েছিল সেই প্রতিবেদনগুলোর আগামী সপ্তাহে শুনানি অনুষ্টিত হবে। এদিকে মামলাটি দায়েরের একদিন পর ২৭ নভেম্বর ট্রাম্প আবার ডেট্রয়েটে ভোট জালিয়াতির অভিযোগ আনেন।
তিনি জোর দাবী জানিয়েছেন যে তিনি এখানে জিতেছেন এবং অভিযোগ করেছেন মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে প্রকৃত ভোটারের চেয়ে অধিক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।
ইতিমধ্যে মিশিগানের বোর্ড অব ক্যানভাসাররা নির্বাচনের ফলাফল প্রত্যায়নের ফলে সরকারীভাবে বাইডেন এখানে নির্বাচিত হয়েছেন।কিন্তু ট্রাম্প এবং তার সমর্থকেরা এখনো মামলা বা অন্য কোন প্রক্রিয়ার মাধ্যমে জয় খুঁজে পাওয়ার আশা করছেন।