মিশিগানে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে রাজ্যে মৃত্যু ৯ হাজার এবং আক্রান্ত সাড়ে ৩ লাখ ছাড়ল


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে।  গত শনিবার, ২৮ নভেম্বর এখানে আট হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের, রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ২১ জন 

আক্রান্ত এক লাখ ৬৫ হাজার ২৬৯ করোনা রুগী সুস্থ হয়েছেন।  মিশিগান স্টেট সুত্রে এ তথ্য জানা গেছে।  রাজ্যে প্রতিদিন গড়ে ৪৫ হাজার মানুষ করোনা পরিক্ষা করাচ্ছেন এবং এর মধ্যে ১৩ শতাংশেরও বেশী মানুষের পজিটিভ রিপোর্ট আসছে।  হাসপাতালে রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে। রাজ্যে গত ৭ দিনে গড়ে প্রতিদিন ৬ হাজার ৭৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন

সিডিসি’র ডেটা অনুসারে গত সাত দিনের যে হিসাব পাওয়া গেছে, তাতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় মৃত্যুর সর্ব্বোচ্চ দিক থেকে মিশিগান চতুর্থ অবস্থানে এবং আক্রান্তের সর্ব্বোচ্চ দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে।

ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের অধ্যাপক টিনা চোপড়া বলেন, আগামী সপ্তাহের আগে আসল চিত্রটি বুঝা যাবে না, থ্যাঙ্কসগিভিং হলিডের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান বন্দর থেকে ৩০ লাখ মানুষ বিমান যাত্রা করেন। পজেটিভ রেট ১৩ শতাংশ উল্লেখ করে তিনি বলেন এটা খুবই উদ্বেগজনক, ক্রিসমাসের সময় এটি আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরে ফাইজারের কয়েক লাখ ডোজ ভ্যাকসিন মিশিগানে আসার কথা রয়েছে।

হেনরি ফোর্ড হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের ১২ তারিখ বা এর আগে তাদের কাছে ভ্যাকসিন আসার কথা রয়েছে এবং তারা তা তাদের পাঁচটি হাসপাতালে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিতরণের প্রস্তুতি নিচ্ছেন  ফাইজার এবং মডার্নার দুটি ভ্যাকসিন এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *