যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ রাজ্যে বসবাসরত এক কোটি মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কারা করোনার ভ্যাকসিন পাবে তার একটি তালিকা তৈরী করেছে।
আশা করা হচ্ছে প্রথমে ফাইজার কর্তৃক উৎপাদিত ভ্যাকসিনের ৮৪ হাজার ৮২৫ ডোজ মিশিগান পাবে। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশান ইতিমধ্যে ফাইজারের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ১১ ডিসেম্বর রাতে এক বিবৃতিতে বলেন, এটি আমাদের পরিবার, ফ্রন্টলাইন ওয়ার্কার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্টান ও অর্থনীতির জন্য বড় একটি সুখবর। রাজ্যের চীফ মেডিকেল এক্সিকিউটিভ ড. জে. খালদুন জানান, রাজ্যে ভ্যাকসিনের প্রথম চালানটি ৫৬টি হাসপাতাল ও ১৬টি পাবলিক হেলথ ডিপার্টম্যান্টে দেয়া হবে।
ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে তাদেরে যারা হাসপাতালের কর্মী, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কর্মী, জরুরি চিকিৎসা পরিসেবাগুলির কর্মী। মিশিগান হেলথ এন্ড হসপিটাল এসোসিয়েশান সুত্রে জানা গেছে, রাজ্যে ৬ লাখ স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। ভ্যাকসিন কিভাবে দেয়া হবে খালদুন তা জানিয়েছন, প্রথমে জরুরি মেডিকেল পরিসেবা,মেডিকেল ফ্লোরে যারা কাজ করেন, জরুরি বিভাগের কর্মীরা, আইসিইউ ককর্মী।
এরপর নার্স, মনোচিকিৎসা হাসপাতাল, ফস্টার কেয়ার সেন্টার, হোম হেলথ কেয়ার ওয়ার্কার, দাতের চিকিৎসক, এন্ডোস্কপি যারা করেন, যাদের সাথে রোগীর সরাসরি যোগাযোগ রয়েছে, পরিক্ষাগারে কর্মরতরা, ফার্মেসীতে যারা কাজ করেন তারা। এরপর গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্টানে কর্মরতরা এবং ক্রমান্বয়ে স্কুল, চাইল্ড কেয়ার, ১৬ সেক্টরের কর্মীরা, গুরুতর অসুস্থতা, করোনায় মৃত্যু ঝুঁকিতে থাকা লোকেরা এরপর অন্যান্যদের মধ্যে ভ্যাকসিন দেয়া হবে।