মিশিগান ওয়েন স্টেট ইউনিভার্সিটির মেধাবী ছাত্রী একাউন্টেস মোছা: কুলসুমা শিমু ও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিতে মাইক্রবায়োলজির ওপর উচ্চতর ডিক্রিতে অধ্যয়নরত ডক্টর (পি,এইচ,ডি) কামরুজ্জামান রকি এর বিবাহ-উত্তর সংবর্ধনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ওয়ারেন সিটির দেশীহলে বিবাহ অনুষ্ঠান হয়। এতে মিশিগানে বসবাসকারী বর-কনের আত্নীয়-স্বজন,সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত, কনে কুলসুমা শিমু হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান প্রয়াত সাফিক মিয়ার কনিষ্ঠ কন্যা। রাজরাণী সুভাষিণী গালর্স হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শিরীন আক্তারের ছোট বোন। বর ড.কামরুজ্জামান রকি সিরাজগঞ্জ জেলার হাতিকুমরুল গ্রামের ছেলে।
বিবাহ-উত্তর সংবর্ধনা সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হওয়ায়, আমন্ত্রিত সকলস্থরের অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কনে কুলসুমা শিমুর বড় ভাই মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীজান মিয়া জসিম।