এবার ২ দিনে টেস্ট জিতলো জিম্বাবুয়ে


বাংলা সংবাদ ডেস্কঃঠিক যেন ফিরে এলো আহমেদাবাদ টেস্টের স্মৃতি। যেখানে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। এবার আবুধাবিতে দেখা গেল দুই দিনের টেস্ট। সেখানে আফগানিস্তানকে বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে আফগানিস্তান অল আউট হয়েছিল মাত্র ১৩১ রানে। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৫০ রান। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ভীষণ বিপদে পড়েছিল আফগানিস্তান। এক সময় মনে হচ্ছিল ইনিংস ব্যবধানে হারবে দলটি। তবে ওপেনার ইব্রাহিম জাদরানের বীরত্বে শেষ পর্যন্ত লিড নিতে পারে দলটি। ১৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জিম্বাবুয়ের জয়ের টার্গেট দাঁড়ায় মাত্র ১৭ রানের। এমন লক্ষ্য জিম্বাবুয়ে ছুঁয়ে ফেলে বিনা উইকেটে ৩.২ ওভারে।

প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৩ রান। বুধবার দ্বিতীয় দিনে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫০ রান তোলে জিম্বাবুয়ে। ১৭৪ বলে ১০৫ রানের দারুণ ইনিংস খেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার ইনিংসে ছিল ১০টি চার। টেস্ট ক্রিকেটে শন উইলিয়ামসের এটি তৃতীয় শতক।

৭১ বলে ৪৪ রান করেন রেগিস চাকাভা। ৪৩ রান করেন সিকান্দার রাজা।

বল হাতে আফগানিস্তানের হয়ে ৬টি উইকেট নেন আমির হামজা। জহির খান দুটি, জাদরান ও আহমেদজাই নেন একটি করে উইকেট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *