কিছু একটা নিয়ে দেশে ফিরতে চান দলের তারকা অলরাউন্ডার সাইফউদ্দিন


নিউজিল্যান্ড সফর মানেই একরাশ হতাশা। ঝুলিতে শুধুই পরাজয়ের গ্লানি। তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচে নেই একটিও জয়ের দেখা। আবার নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। খেলবে তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি। এই সফর থেকে কিছু একটা নিয়ে দেশে ফিরতে চান দলের তারকা অলরাউন্ডার সাইফউদ্দিন।
কড়া নিয়মের মধ্যে থেকে সাত দিনের আইসোলেশন শেষ করেছে বাংলাদেশ দল। তৃতীয় দফার করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় বুধবার থেকে বাংলাদেশের ক্রিকেটাররা জিম শুরু করেছেন। বৃহস্পতিবার থেকে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছে তামিম, মুশফিকরা।

ক্রাইস্টচার্চের লিনকন গ্রিনে অনুশীলনের পর সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যাশা অবশ্যই থাকবে, কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। আমরা যদি ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই ফল আমাদের পক্ষে কথা বলবে। টি-টোয়েন্টিও আছে, যেহেতু আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে যেতে পারি।’

শুরুতে ফিল্ডিং অনুশীলন করেন সাইফউদ্দিনরা। এরপর শুরু হয়ে ব্যাটিং-বোলিং অনুশীলন। সাইফউদ্দিন বলেন, ‘আজ অনুশীলনে আমরা সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি। শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে কাজ হয়েছে। কারণ এখানে আবহাওয়া এবং বাতাসের একটা ব্যাপার থাকে, এটা মানিয়ে নেওয়ার জন্য ক্যাচিং করা।’
‘এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। শেষে একটু ফিটনেস নিজে কাজ করেছি। যেহেতু আমরা সাত দিন ফিটনেস নিয়ে খুব বেশি কিছু করতে পারিনি, এ কারণে আমরা ট্রেনারের নির্দেশনা অনুযায়ী রানিং করলাম। আরও যতোদিন সময় পাব, ছোট ছোট ট্রেনিং করে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

কয়েক দিনের অনুশীলনের পর কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *